নিজে অসুস্থ থেকে দলের নেতা কর্মীদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছে এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

    • প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, রাত ০৮:০৩
    WhatsApp Image 2025-09-30 at 18.27.46_400eb237

    মোঃ মনিরুজ্জামান মুন্না,পাবনা: 

     

    দীর্ঘদিন নিউমোনিয়া ও চিকনগুনিয়া রোগে আক্রান্ত হয়ে কমিউনিটি হাসপাতালের আইসিইউ’তে তিন দিন অবচেতন ছিলেন এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। ১৫ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে নিজ বাসাতে নিবিড় পর্যবেক্ষণে থাকেন। এরপর একটু সুস্থতা বোধ করলে সমস্ত নেতাকর্মীদের খোঁজ-খবর নেন। 

    আজ ৩০ সেপ্টেম্বর রোজ রবিবার ২০২৫

    দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সরকারি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বারডেম হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি'র নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি জনাব এ এম নাজিম উদ্দীন এর সাথে দেখা করেন এবং চিকিৎসক ও পরিবারের সঙ্গে দেখা করে চিকিৎসার খোঁজখবর নেন

    Ad