শিমুল বিশ্বাসের প্রচেষ্টায় পাবনার যোগাযোগ খাতে বড় উদ্যোগ— সরকারি তিন মন্ত্রণালয়ের পরিদর্শন

    • প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, দুপুর ০২:১৯
    • আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, দুপুর ০২:১৯
    WhatsApp Image 2025-10-04 at 11.05.04_fc8f5b9f

    মোঃ মনিরুজ্জামান মুন্না, পাবনা:


    পাবনার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে এগোচ্ছে নানা গুরুত্বপূর্ণ উন্নয়ন পরিকল্পনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা জেলা বিএনপির সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রচেষ্টায় ৩ অক্টোবর (শুক্রবার) পাবনা সফরে এসেছেন সরকারের তিন মন্ত্রণালয়ের—যোগাযোগ, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।


    যোগাযোগ খাতে গতি আনা ও জনগুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত এই উচ্চক্ষমতাসম্পন্ন টিম পাবনার বিভিন্ন স্থাপনা সরেজমিন পরিদর্শন করেন।


    সরকারি প্রতিনিধি দলের সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ চালুর সম্ভাব্যতা যাচাই, কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর করে খাসচরে নতুন ফেরিঘাট চালুর সম্ভাবনা পর্যালোচনা, জ্বালানি খরচ ও সময় কমিয়ে যাত্রী ও পণ্য পরিবহন আরও দ্রুত ও সহজ করার উদ্যোগ গ্রহণ এবং ঢালার চর থেকে রাজবাড়ী হয়ে পদ্মা রেল সেতুর সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষ্যে ঢালার চর-রাজবাড়ী রেল ব্রিজ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই। পাশাপাশি পাবনা ও আশপাশের জেলায় সড়ক যোগাযোগ সম্প্রসারণ ও আধুনিকীকরণের কার্যক্রমও পর্যবেক্ষণ করা হয়।


    এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের বক্তব্যে স্পষ্ট হয়েছে, তিনি রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থের বাইরে রেখে জনস্বার্থে কাজে লাগাতে চান। তিনি উল্লেখ করেছেন— “দলবল নিমিষে সে, আমরা পাবনা জেলার উন্নয়ন করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।

    Ad