রাজনীতি থেকে বাস্তবায়ন: বিএনপির ৩১ দফার চ্যালেঞ্জ”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্র মেরামতের জন্য যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা নিঃসন্দেহে উচ্চাভিলাষী। গণতন্ত্র থেকে শুরু করে অর্থনীতি, বিচার, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, জলবায়ু—প্রায় সব খাতই এতে অন্তর্ভুক্ত। তবে প্রশ্ন হচ্ছে, এসব দফা বাস্তবায়নে আসল বাধাগুলো কোথায়, আর উত্তরণের পথ কী হতে পারে? রাজনৈতিক কাঠামো: গণতন্ত্র পুনরুদ্ধারের পথ প্রথম আট দফায় এসেছে সংবিধান সংস্কার, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাব। বাধা: রাজনৈতিক সদিচ্ছা ও সাংবিধানিক জটিলতা। সমাধান: জাতীয় সংলাপ, সর্বদলীয় সংস্কার কমিশন, নির্দিষ্ট সময়সীমার রোডম্যাপ।বিচার ও প্রশাসন: স্বাধীনতা না প্রভাব? ৯–১৪ নম্বর দফায় বিচার বিভাগ, প্রশাসন সংস্কার, দুর্নীতি দমন ও মানবাধিকারের নিশ্চয়তা এসেছে।
বাধা: রাজনৈতিক প্রভাব, অকার্যকর নিয়োগব্যবস্থা, দুর্বল নজরদারি। সমাধান: স্বাধীন নিয়োগ কমিশন, দুর্নীতি দমন কমিশনের পূর্ণ স্বায়ত্তশাসন, মানবাধিকার কমিশনের শক্তিশালী ভূমিকা। অর্থনীতি: ন্যায়বিচার ও কর্মসংস্থান ১৫–১৯ নম্বর দফায় অর্থনৈতিক ন্যায়বিচার, শ্রমিকের ন্যায্য মজুরি, জ্বালানি-শিল্প খাত সংস্কার এবং বৈদেশিক নীতির কথা বলা হয়েছে। বাধা: বাজেট সংকট, প্রশাসনিক দুর্বলতা, আন্তর্জাতিক চাপ।সমাধান: প্রাইভেট-পাবলিক পার্টনারশিপ, সুষম বাজেট পরিকল্পনা, বহুপাক্ষিক বাণিজ্য কৌশল।নিরাপত্তা ও স্থানীয় সরকার: বিকেন্দ্রীকরণে অনীহ ২০–২২ নম্বর দফায় প্রতিরক্ষা বাহিনী আধুনিকীকরণ, স্থানীয় সরকারের বিকেন্দ্রীকরণ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণের প্রতিশ্রুতি এসেছে। বাধা: ব্যয়ের সীমাবদ্ধতা, রাজনৈতিক অনীহা, যাচাই প্রক্রিয়ার জটিলতা। সমাধান: প্রতিরক্ষা ব্যয়ে স্বচ্ছতা, স্থানীয় সরকারের আর্থিক ক্ষমতা বৃদ্ধি, মুক্তিযোদ্ধাদের জন্য টার্গেটেড সুবিধা। যুব, নারী, শিক্ষা ও স্বাস্থ্য: ভবিষ্যতের বিনিয়োগ
২৩–২৬ নম্বর দফায় যুব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, যুগোপযোগী শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি এসেছে। বাধা: বাজেট সীমাবদ্ধতা, কাঠামোগত দুর্বলতা।
সমাধান: দক্ষতা উন্নয়ন কেন্দ্র, নারী উদ্যোক্তা ফান্ড, শিক্ষা বাজেট জিডিপির ন্যূনতম ৫% করা, ধাপে ধাপে ইউনিভার্সাল হেলথ কেয়ার।
কৃষি, অবকাঠামো ও জলবায়ু: চ্যালেঞ্জের মাঠ ২৭–২৯ নম্বর দফায় কৃষকের ন্যায্যমূল্য, আধুনিক যোগাযোগব্যবস্থা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার পরিকল্পনা আছে। বাধা: বাজারব্যবস্থা দুর্বল, প্রকল্প দুর্নীতি, আন্তর্জাতিক অর্থের ওপর নির্ভরশীলতা। সমাধান: কৃষি বীমা, কোল্ড চেইন নেটওয়ার্ক, PPP ভিত্তিক অবকাঠামো প্রকল্প, আন্তর্জাতিক জলবায়ু তহবিল। প্রযুক্তি ও নগরায়ন: উচ্চাভিলাষ নাকি বাস্তবতা? শেষ দুটি দফায় তথ্যপ্রযুক্তি, মহাকাশ গবেষণা ও টেকসই নগর পরিকল্পনার প্রতিশ্রুতি এসেছে। বাধা: দক্ষ মানবসম্পদ ঘাটতি, দ্রুত নগরায়ন। সমাধান: আইটি ইনোভেশন হাব, স্টার্টআপ ট্যাক্স ইনসেনটিভ, জাতীয় নগর নীতি, গ্রিন-ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন।
ইশতেহার নাকি পরিবর্তনের নকশা?
বিএনপির ৩১ দফা নিঃসন্দেহে জনগণের প্রত্যাশা প্রতিফলিত করেছে। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়নে চাই—
• অগ্রাধিকার তালিকা
• সময়ভিত্তিক রোডম্যাপ • নির্দিষ্ট অর্থায়ন
• সর্বদলীয় সংলাপ
এসব ছাড়া ৩১ দফা কেবলই রাজনৈতিক ইশতেহার হয়ে থাকবে, বাস্তব পরিবর্তনের হাতিয়ার হবে না।
লেখক: লন্ডন থেকে নাজিম রুবেল, কলামিস্ট ও সমাজকর্মী।