আমতলীর গুলিশাখালী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিস উদ্বোধন ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

  • প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, দুপুর ০২:০৯
  • আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, দুপুর ০২:১৭
আমতলীর গুলশাখালি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও নির্বাচনী পথস

মির খাইরুল, বরগুনা:

আমতলীর গুলিশাখালী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিস উদ্বোধন ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

বরগুনা জেলার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিস উদ্বোধন ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলার আমীর ও দক্ষিণ বঙ্গের পাঁচ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন অধ্যাপক মহিবুল্লাহ হারুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক মোঃ জিয়াদুল করিম, সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং গুলিশাখালী ইউনিয়ন শাখা এবং সভাপতি কুতুবপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা।

এসময় উপস্থিত ছিলেন—

আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখা

মাওলানা আব্দুল মান্নান, সহকারী সেক্রেটারি, বরগুনা জেলা শাখা

মোঃ আব্দুল মালেক, প্রচার ও মিডিয়া সম্পাদক, বরগুনা জেলা শাখা

অধ্যাপক মাওলানা মোঃ ইলিয়াস হোসাইন, আমীর, আমতলী উপজেলা শাখা

মোহাম্মদ নাজমুল হোসাইন নায়েবে আমীর, আমতলী উপজেলা শাখা

মোঃ মোফাজ্জেল হোসেন, সেক্রেটারি, আমতলী উপজেলা শাখা

মোহাম্মদ জসিম উদ্দিন ফকির, সেক্রেটারি, যুব বিভাগ, আমতলী উপজেলা শাখা

বিশিষ্ট সমাজসেবক মোঃ শাকুর তালুকদার

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। দলের মূল লক্ষ্য ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই উদ্দেশ্যে বহু বছর ধরে জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।”

তাঁরা আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো তাগুদের কাছে, কোনো বাতিল শক্তির কাছে, কিংবা কোনো ফ্যাসিস্টের কাছে মাথা নত করেনি, করবে না। ২০২৪ সালের আন্দোলনে বহু ভাই শহীদ হয়েছেন। যারা গণহত্যা ও জুলুম চালিয়েছে, তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নারায়ে তাকবিরের ধ্বনিতে গুলিশাখালীর কলাগাছিয়া ময়দান প্রকম্পিত হয়েছে।”

বক্তারা জনসাধারণের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “বরগুনা, তালতলী ও আমতলীর মানুষ অধ্যাপক মহিবুল্লাহ হারুনকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন। যাতে তিনি এ জনপদের মানুষের খেদমত করার সুযোগ পান।”

অতিথিরা আরও বলেন, “ডাঃ শফিকুর রহমান আগামীর বাংলাদেশের স্বপ্নের সারথি। কেবলমাত্র আমিরে জামাত ডাঃ শফিকুর রহমানের কাছেই বাংলাদেশ নিরাপদ। তাই আঠারো কোটি মানুষের দাবি—আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করে দেশসেবার সুযোগ দেওয়া হোক।”


Ad