রায়পুরায় অনুষ্ঠিত হয়েগেলো রায়পুরা ম্যারাথন ২০২৫,

মো:তৌফিকুল হক, রায়পুরা
নরসিংদী উৎসবমুখর পরিবেশে নরসিংদীর রায়পুরায় দ্বিতীয়বারের মতো আয়োজন করা হলো “রায়পুরা ম্যারাথন ২০২৫”। শুক্রবার ভোর পাঁচটায় শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশ-বিদেশের প্রায় ৭০০ দৌড়বিদ অংশগ্রহণ করেন।ম্যারাথনকে ঘিরে রায়পুরায় কয়েকদিন ধরেই ছিল ব্যাপক প্রস্তুতি। প্রতিযোগিতা শুরুর আগে থেকেই উপজেলার বিভিন্ন সড়কে হাজারো মানুষের ভিড় জমে। ভোরের শীতল বাতাসে দৌড়বিদদের উৎসাহ দিতে স্থানীয় জনগণ, তরুণ-যুবক ও নারীদের উপস্থিতি ম্যারাথনকে পরিণত করে এক মিলনমেলায়।আয়োজক সূত্রে জানা যায়, এ প্রতিযোগিতায় ৩ টি ক্যাটাগরিতে দৌড় অনুষ্ঠিত হয়। দেশি-বিদেশি অ্যাথলেটদের পাশাপাশি স্থানীয় তরুণ-তরুণীরাও অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, নরসিংদী জেলা প্রশাসক আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মেনহাজুল আলম,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা, রায়পুরা (সার্কেল) বায়জিদ বিন মনসুর,রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ সহ প্রশাসনের লোকজন প্রশাসনের লোকজন, কেন্দ্রীয় ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আয়োজক কমিটির সভাপতি বলেন, “রায়পুরা ম্যারাথন শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, এটি তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করার পাশাপাশি একটি সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে।”প্রতিযোগিতা শেষে বিজয়ী দৌড়বিদদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এই উৎসব। এ আয়োজনকে কেন্দ্র করে রায়পুরাবাসী ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।