শ্রীমঙ্গলে বিএনপি নেতা হাজী মুজিবের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন আর্থিক অনুদান প্রদান।

  • প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, রাত ০৯:১৩
sr

সৈয়দ সিরাজুল ইসলাম হাসান

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর বিভিন্ন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও আর্থিক অনুদান প্রদান করেন। সোমবার সন্ধ্যা পর তিনি উপজেলার ভূনবীর ও মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন দূর্গা পূজা মণ্ডপে যান। এসময় ওই ইউনিয়নের রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখে দুঃখ প্রকাশ করে বলেন,সাবেক কৃষি মন্ত্রী দীর্ঘ ৩৬ বছর এই আসনের জনপ্রতিনিধি ছিলেন। কিন্তু তিনি মানুষের উন্নয়ন না করে নিজের উন্নয়ন করে গেছেন। তিনি আক্ষেপ করে বলেন,এত দীর্ঘ বছর একজন জনপ্রতিনিধি একাধারে এ আসনে ছিলেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সিঙ্গাপুরের মত উন্নত হওয়ার কথা ছিল। তিনি এসময় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্য করে বলেন,দয়া করে আপনারা আগামী ফেব্রুয়ারী মাসে স্বতঃস্ফূর্তভাবে ভোট সেন্টারে ভোট দিতে যাবেন এবং ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে এ অঞ্চলের উন্নয়নের সুযোগ করে দিবেন। একটি দলের সন্ত্রাসী কর্মকান্ডে আগামীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ পাবে না। তাই আপনারা তাদের অপেক্ষায় বসে না থেকে ভোট সেন্টারে গিয়ে যাকে খুশি তাকে ভোট দিয়ে এ এলাকার উন্নয়নের সুযোগ করে দিবেন। 

হাজী মুজিব এসময় আরও বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন,বিএনপির প্রত্যেক নেতাকর্মী আপনাদের জন্য অতন্দ্র পহরি হয়ে কাজ করবে,আপনারা নির্ভয়ে পূজা উদযাপন করুন,কোন সমস্যা হলে আমাদের জানাবেন আমরা আপনাদের পাশে এসে দাঁড়াবো বলে জানান।এসময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন হাজী মুজিবকে পেয়ে আমরা আনন্দিত হয়েছি। ২০০১ সাল থেকে তিনি এ আসনে নির্বাচিত না হয়েও মানুষের সুখ ও দুঃখের সাথী হয়ে পাশে থেকেছেন। এতেই বুঝা যায় হাজী মুজিব একজন জনবান্ধন নেতা। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Ad